ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৪ ১৪৩২

অর্থপাচার-রাজস্ব ফাঁকি: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

অর্থপাচার, আয় গোপন, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগে দেশের তিন জেলায় তিনটি প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

রোববার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, আলফা আই প্রোডাকশন নামীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা ব্যবসার আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম আলফা আই প্রোডাকশনের অফিস সরেজমিনে পরিদর্শন করে, বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করে এবং অফিসে অবস্থানরত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এছাড়াও অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেন ও সিন্ডিকেটের অবৈধ বাণিজ্য পরিচালনা এবং সেবা প্রদানে অনিয়ম ও নানাবিধ হয়রানির অভিযোগে অন্য একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতালের সেবাগ্রহীতা ও দাতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগসমূহের সত্যতা পায় টিম।

এছাড়া, বিআরবি কেবল কারখানা, কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি এবং বিপুল পরিমাণ চোরাই তামা বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অন্য একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তামা ক্রয়সংক্রান্ত হিসাবের নথি, যে সকল প্রতিষ্ঠান হতে তামা আমদানি করা হয়েছে সেগুলোর তথ্য, বর্তমানে গোডাউনে মজুদকৃত তামার পরিমাণ এবং উক্ত প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত নথিসহ বিভিন্ন তথ্যাদি চাওয়া হয়।

দুদক জানায়, অভিযানকালে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এএইচ