কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৩:১৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। এসময় লাঠিসোঁটা নিয়ে মানবন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার এসব ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানা গেছে।
জানা গেছে, ওই এলাকায় কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন। মানববন্ধন শুরুর প্রায় আধা ঘণ্টা পর হামলাকারীরা হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে আছি।
এএইচ
