ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৫ ১৪৩২

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ নামকরণ করা হয়েছে। 

আজ সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। সম্প্রতি নতুন এই নামের প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

তথ্য বিবরণীতে বলা হয়, চলতি বছরের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সংস্থার ইংরেজি নাম হবে ‘ডিরেক্টোরেট অব সিফারার্স ওয়েলফেয়ার’।

এএইচ