প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল গর্ভবতী হরিণের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া এলাকায় প্রাইভেট কারের চাপায় একটি গর্ভবতী বন্য হরিণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ ও বন বিভাগের লোকজন মৃত হরিণটি উদ্ধার করেছে।
রোববার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বনের ভিতর দিয়ে যাওয়া রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই হরিণটি মারা যায়।
ফুলবাড়িয়া ফাঁড়ির এএসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে মৃত গর্ভবতী বন্য হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ
