জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৯:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিএনপি, জামায়াত,বাসদ, এপি পার্টি ও সতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়ার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮জন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাসদ মনোনীত প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান লিজা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, এবি পার্টি মনোনীত সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দিন মন্ডল ।
অন্যদিকে জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র জমা দাখিল করেছেন ৬জন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী, জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ, এবি পার্টি মনোনীত এস এ জাহিদ স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জি. গোলাম মোস্তফা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম, ছাত্রনেতা আব্বাস আলী সহ ৬জন।
জেলায় ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০জন, মহিলা ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬জন ও হিজড়া ভোটার ১০জন রয়েছে। ভোটার কেন্দ্রের সংখ্যা ২৫৫টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ১ হাজার ৫৫২টি ও অস্থায়ী ৮০টি বলে চূড়ান্ত করেছে জেলা নির্বাচন অফিস।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে । নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এমআর//
