ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৫ ১৪৩২

ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ইউক্রেনকে ১৫ বছর মেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। 

শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করে আয়োজিত এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে জেলেনস্কি এই দীর্ঘমেয়াদী নিরাপত্তার সময়সীমা আরও বাড়িয়ে ৩০ থেকে ৫০ বছর করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার মতো প্রতিবেশী দেশের থেকে পুনরায় আক্রমণের ঝুঁকি এড়াতে দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি ছাড়া এই যুদ্ধের প্রকৃত সমাপ্তি সম্ভব নয়।

জেলেনস্কির মতে, সামগ্রিক শান্তি চুক্তির কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে গেলেও এখনও কিছু জটিল বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে আঞ্চলিক অখণ্ডতা এবং রুশ অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের মতো বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে। তবে বিতর্কিত ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে বিস্তারিত কিছু জানা যায়নি। 

অন্যদিকে, রাশিয়া এর আগে শান্তি পরিকল্পনার বেশ কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের বক্তব্যের সাথে একমত পোষণ করে জানিয়েছেন যে, শান্তি অর্জনের পথ আগের চেয়ে অনেকটাই কাছাকাছি বলে তারা মনে করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। এতে যুক্তরাষ্ট্রও প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাবে।

জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, শান্তি চুক্তি স্বাক্ষরের মুহূর্ত থেকেই এই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে। বর্তমানে উভয় পক্ষই একটি টেকসই সমাধানের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও নিরাপত্তার সময়সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসা এখনো বাকি।

সূত্র: বিবিসি 

এমআর//