নেত্রীর মৃত্যু খবর শুনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজশাহীর বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। প্রিয় নেত্রীর মৃত্যু খবরে অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
মঙ্গলবার সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমাতে শুরু করে।
দুপুরে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।
এএইচ
