জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেটের সদস্য অধ্যাপক বিল্লাল হোসাইন।
তিনি বলেন, জকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা দুপুরে সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
এরআগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে জকসু স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
এতে ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে দুপুর ২টার দিকে পুনরায় সিন্ডিকেট মিটিং ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এএইচ
