খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শোকের অংশ হিসেবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সভা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এমআর//
