২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ইংল্যান্ডের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়া জোফরা আর্চার।
বিশ্বকাপের আগে টি–টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড দল। তবে ইনজুরি কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকায় ওই সিরিজে খেলবেন না জোফরা আর্চার। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টঙ প্রথমবার ইংল্যান্ডের টি–টোয়েন্টি দলে সুযোগ পেলেও, সেই সিরিজে থাকা পেসার ব্রাইডন কার্স বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাননি।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হ্যারি ব্রুক। সাবেক অধিনায়ক জস বাটলারও আছেন প্রাথমিক দলে। এ ছাড়া ফিল সল্ট, বেন ডাকেট, উইল জ্যাক ও স্পিনার আদিল রশিদ দলভুক্ত হয়েছেন। প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখা হয়েছে তরুণ লেগ স্পিনার রেহান আহমেদকে।
গত আসরে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা মার্ক উড, লিয়াম লিভিংস্টোন ও রিচ টপলে এবারের প্রাথমিক দলে নেই। নতুন করে সুযোগ পেয়েছেন লুক উড, লিয়াম ডওসন ও জেমি ওভারটন। পেস অলরাউন্ডার স্যাম কারেনও দলে আছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড। গ্রুপের অন্য দলগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
ইংল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্রান্টন, জ্যাকব বার্থেল, জস বাটলার, স্যাম কারেন, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাক, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জস টঙ ও লুক উড।
এমআর//
