রাষ্ট্রীয় শোক চলাকালে আতশবাজি ও শোভাযাত্রা নিষিদ্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বাংলাদেশের তিনবারের সাবেক প্রমানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানী ঢাকায় সকল ধরনের আতশবাজি ও র্যালি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে আগামী ২ জানুয়ারি রোজ শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি অর্ডিন্যান্স ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, উক্ত সময়ে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া উচ্চ শব্দে গাড়ীর হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টিকারী কর্মকাণ্ড করা যাবে না।
এ ব্যাপারে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ডিএমপি গভীর শোক প্রকাশ করেছে।
এমআর//
