আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা ‘শ্যুটার’ রাজু গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
আশুলিয়ায় জুলাই আন্দোলনে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ ওরফে ‘শুটার রাজু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পলাতক এই নেতাকে আটক করা হয়।
রাজু আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যার এক ডজনের বেশি মামলা রয়েছে। এর আগে একবার গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত রাজু আহমেদ (৪২) আশুলিয়ার গৌরীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “জামিনে বের হওয়ার পরও তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন। তার অন্যান্য সহযোগিদেরও আইনের আওতায় আনা হচ্ছে।”
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে রাজু আহমেদকে ছাত্র-জনতা হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এমআর//
