রশিদকে অধিনায়ক করে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কত্ব করবেন রশিদ খান। বুধবার (৩১ ডিসেম্বর) এই লেগ স্পিনারকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৫ সদস্যের চূড়ান্ত দলে ফিরেছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি ও অফস্পিনার মুজিব উর রহমান। এছাড়া অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হকও স্কোয়াডে জায়গা পেয়েছেন। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সফরে না থাকলেও বিশ্বকাপকে সামনে রেখে আবার দলে ফিরলেন ফারুকি ও নাইব।
মুজিবের অন্তর্ভুক্তির ফলে রিজার্ভ তালিকায় চলে গেছেন স্পিনার আমির হামজা গজনফর। রিজার্ভে আরও আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি। কাঁধের চোটের কারণে এশিয়া কাপ খেলতে না পারা নাভিন উল হকও ফিরেছেন এই দলে। তিনি গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছিলেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, আগের বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ছিল দারুণ। এবার এশিয়ার কন্ডিশনে অনুষ্ঠিত আসরে তারা আরও ভালো ফলের আশা করছে।
বিশ্বকাপে আফগানিস্তান পড়েছে গ্রুপ ডি–তে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। চেন্নাইয়ে ফেব্রুয়ারির আট তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
আফগানিস্তানের বিশ্বকাপ দল: রশিদ খান অধিনায়ক, ইব্রাহিম জাদরান সহঅধিনায়ক, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দরবিশ রসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই
রিজার্ভ: আমির হামজা গজনফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি।
এমআর//
