ঢাকা, বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১৭ ১৪৩২

ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০২৫ সালের মে মাসে সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষের পর পাকিস্তান ও ভারতের নেতৃত্ব পর্যায়ে এটিই প্রথম এমন সরাসরি সাক্ষাৎ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হন প্রায় ৩৩টি দেশের প্রতিনিধি।

বিদেশি অতিথিদের পাশাপাশি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও জানাজায় অংশ নেন এবং প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এমআর//