ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬,   পৌষ ১৮ ১৪৩২

দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে দেওয়া পোস্টে একথা বলেন তিনি। 

পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘গতকাল আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাঁদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

পোস্টে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলারক্ষা বাহিনী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানান তারেক রহমান।

তিনি আরও বলেন, জানাজায় দুরদুরান্ত থেকে লাখ লাখ সাধারণ মানুষসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। আমি দেশবাসীসহ জানাজায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ  করছি।

এএইচ