এবার এনসিপি ছাড়লেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৪ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বাক্যের ওই পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে পদত্যাগ করছি।’
পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দফতর সেল ও সব কেন্দ্রীয় সদস্যের কাছে পাঠানো হয়েছে।
খালেদ সাইফুল্লাহ এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার স্বামী। গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন জারা।
মূলত জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি থেকে পদত্যাগ করেন প্রায় ডজন খানেক নেতা।
এএইচ
