৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা তথ্য জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৩ টায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬.৫০ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯ টা ৫০ মিনিটে ফেরি পুনরায় চালু করা হয়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্র জানায়, যানজট নিরসনে সমস্ত ফেরি এখন পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলছে।
এদিকে সোয়া ৭ ঘণ্টা বন্ধ থাকার পর যমুনা নদীতে আরিচা ও কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচাঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশ ঢেকে যাওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে যমুনা নদীর আরিচা ও কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ সময় আরিচা এবং কাজিরহাট উভয় স্থানেই সমস্ত ফেরি নোঙর করা হয়েছে। ঘন কুয়াশা কমার পর শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
এমআর//
