মনোনয়ন বাতিল হওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৩:৪০ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
এ বিষয়ে তাসনিম জারা বলেন, মনোনয়নপত্রে সই করা দুজন সমর্থক আসলে ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় এমনটি ঘটেছে। তাদের দুজনই জানতেন যে তারা এই আসনের ভোটার, তাই স্বাক্ষর দিয়েছেন। কিন্তু কমিশনের তথ্য অনুযায়ী তারা অন্য স্থানের ভোটার।
তিনি অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে এ ধরনের তথ্য জানার কোনো উপায় রাখেনি।’
তিনি আরও জানান, স্বাক্ষর প্রক্রিয়ায় প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছেন এবং আটজনের স্বাক্ষরের সত্যতা যাচাই হয়েছে। ইসিতে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান তিনি।
ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। গত সোমবার বিকেলে রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। হলফনামায় তিনি বলেছেন, দেশের ভেতরে চাকরি করে বছরে ৭ লাখ ১৩ হাজার টাকা আয় করেন। দেশের বাইরে থেকে তাঁর আয় হয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই ৪ জানুয়ারি শেষ হওয়ার কথা। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করা যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এএইচ
