চাপে পড়ে মুস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
আইপিএল ২০২৬ মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কেকেআর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দেশে এই সিদ্ধান্ত নেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
কেকেআরের বিবৃতিতে বলা হয়, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই/আইপিএল আসন্ন আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী সব ধরনের প্রক্রিয়া ও পরামর্শ সম্পন্ন করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’
এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’
আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার ফলে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
মুস্তাফিজুর রহমান নিজে কোনো ভুল না করলেও এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পড়েছেন। এর ফলে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরকে এখন মুস্তাফিজকে ছাড়াই ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে।
৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন। শুধু ২০১৯ ও ২০২০ মৌসুমে তিনি অংশ নেননি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেকের প্রথম মৌসুমেই শিরোপা জয়ের স্বাদ পান মুস্তাফিজ।
এ পর্যন্ত আইপিএলে তিনি ৬০টি ম্যাচ খেলেছেন এবং শিকার করেছেন ৬৫টি উইকেট।
ক্যারিয়ারে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।
এএইচ
