ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬,   পৌষ ২২ ১৪৩২

নারায়ণগঞ্জে ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৬টি মনোনয়নপত্র বাতিল এবং ৪টি মনোনয়নপত্রের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।

তিনি বলেন, পাঁচটি আসনে মোট ৫৬ জন প্রার্থী ৫৭টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে প্রধান কারণ ছিল ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা, হলফনামায় অসম্পূর্ণ বা ভ্রান্ত তথ্য, সাক্ষরের ঘাটতি, ঋণ খেলাপি থাকা, তিতাস গ্যাস ও হোল্ডিং ট্যাক্সের বকেয়া এবং দলীয় মনোনয়ন না থাকা।

স্থগিত থাকা চারটি মনোনয়নপত্রের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট প্রার্থীদের আয়কর বকেয়া এবং গ্যাস বিল সংক্রান্ত বিষয় তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে বিকেল চারটার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আসনভিত্তিক তথ্য তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা বলেন, আসন–১ এ ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন বৈধ এবং ২ জন অবৈধ হয়েছেন। আসন–২ এ ১০ জনের মধ্যে ৩ জন বৈধ, ৪ জন অবৈধ এবং ৩ জনের আবেদন স্থগিত রয়েছে। আসন–৩ এ ১১ জনের মধ্যে ১০ জন বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আসন–৪ এ ১৫ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১ জনের আবেদন স্থগিত রয়েছে। আসন–৫ এ ১২ জন প্রার্থীর মধ্যে ৮ জন বৈধ এবং ৪ জন অবৈধ ঘোষিত হয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল এনকোয়ারি কমিটির ৫ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জেলা পুলিশের পক্ষ থেকেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা নির্বাচন কর্মাকর্তা আলমগীর হোসেন, সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান।

এএইচ