ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬,   পৌষ ২২ ১৪৩২

নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি নির্বাচন নিয়ে কোনো ধরনের বিদেশি চাপের কথা নাকচ করে দেন।

শনিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বাইরের দেশগুলোর সম্পর্ক ভালো রয়েছে, যোগ করেন তিনি।

বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিচারিক প্রক্রিয়ায় তাড়াহুড়োর কোনো সুযোগ নেই। তিনি বলেন, হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।

এএইচ