ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৩ ১৪৩২

শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রবিবার

অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) ইকোনমিক টাইমস জানিয়েছে, ওয়াইসি বলেন, 'দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক।'

তিনি উল্লেখ করেন,‘মহারাষ্ট্র সরকার বলছে তারা বাংলাদেশিদের বের করে দিয়েছে। তাহলে মোদি জির বোন হিসেবে দিল্লিতে যে বসে আছেন, তাঁকেও বাংলাদেশে পাঠান।’ 

ভারতের এই নেতা এর আগেও বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন।

ওয়াইসি বিহারের কথা উল্লেখ করে বলেছিলেন, 'মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চল অঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব!'

এমআর//