ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৫ ১৪৩২

অটোরিক্সা চুরি, জনতার হাতে ট্রাফিক পুলিশ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে ব্যাটারি চালিত একটি অটোরিক্সা উধাও হওয়ার অভিযোগে উত্তেজিত জনতা সদর ট্রাফিক পুলিশের এটিএসআই আবুল কালামকে ঘন্টাব্যাপী আটক করে রাখে। 

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে। 

প্রত্যক্ষদর্শীরা ও অটোচালক জানান, ব্যাটারি চালিত অটোটি পৌর মার্কেটের সামনে পৌঁছামাত্র ট্রাফিক এটিএসআই আবুল কালাম চাবি নিয়ে যান। কিছু সময় পর অটোটি আর সেখানে পাওয়া যায়নি। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পরে জানা যায়, চালক মোঃ আব্দুল্লাহ অটোটি না পেয়ে বিষয়টি উপস্থিত লোকজনকে জানালে জনতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অটোচুরির অভিযোগ তোলে। তাদের দাবি, ট্রাফিক পুলিশের সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। 

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক এটিএসআইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সদর ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সাতদিন সময় নেওয়া হয়েছে। 

এএইচ