ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৫ ১৪৩২

যেই নির্বাচিত হোক, তার সঙ্গে কাজ করব: জকসু ভিপিপ্রার্থী রাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রাকিব বলেছেন, জকসুতে যেই নির্বাচিত হোক, আমরা তার সঙ্গে কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখব।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. রাকিব বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাঠে থাকব।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনো বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। ফলাফল নিয়ে আমি আশাবাদী।’

এবার জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫ । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে। জকসু নির্বাচনে মোট ২১টি পদে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জকসু নির্বাচনে প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্র