সংসদ নির্বাচন: ৩ দিনে ইসিতে আপিল ২৯৫ প্রার্থীর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৩১টি আপিল দায়ের করা হয়েছে।
এ নিয়ে গত তিনদিনে মোট ২৯৫টি আপিল দায়ের করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এই আপিল দায়ের করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানান।
ইসির কর্মকর্তারা জানান, বুধবার ১৩১টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে খুলনা অঞ্চলে ১১টি, রাজশাহী অঞ্চলে ১৫টি, রংপুর অঞ্চলে ৯টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, কুমিল্লা অঞ্চলে ১৯টি, ঢাকা অঞ্চলের ৩১টি, ময়মনসিংহ অঞ্চলে মোট ১৬টি, বরিশাল অঞ্চলে ৯টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাসমূহে থেকে ৭টি আপিল দায়ের করা হয়।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
এমআর//
