ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৮ ১৪৩২

ফের বাড়ল স্বর্ণের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫ এএম, ১১ জানুয়ারি ২০২৬ রবিবার

আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে নতুন বছরে মোট ৫ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৩ দফায় দাম বাড়ানো হয়েছে, কমেছে ২ বার। 

ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম আজ রোববার (১১ জানুয়ারি) থেকেই কার্যকর। এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাজুস। 

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণর দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

সবশেষ গত ৮ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। এর একদিন যেতে না যেতেই ব্যবসায়ী সংগঠনটি ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা বাড়ালো।

প্রসঙ্গত, বিদায়ী ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম, আর কমানো হয় ২৯ বার।

এএইচ