অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নত হয়নি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় শিগগিরই সব কিছু সমাধান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।
তিনি বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত বড় রাজনৈতিক দল। এ দেশে যা ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময় হয়েছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটের সাথে দেশের সম্মান জড়িয়ে আছে। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে বিএনপি মনে করে এ দেশকে অপমান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেন প্রমুখ।
এএইচ
