ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬,   পৌষ ৩০ ১৪৩২

মঠবাড়িয়ায় ২টি সেতু নির্মাণ করলেন যুবদলের নেতাকর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:২৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ও মিরুখালী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ২টি ব্রিজ নির্মাণ করে দিয়েছেন স্থানীয়  যুবদলের নেতাকর্মীরা। এতে দীর্ঘ ৬ বছর ধরে ওই এলাকার সাতটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

সোমবার দুপুরে ব্রিজ ২টির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনিসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানের ৬ বছর পেরিয়ে গেলেও আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর ভাঙ্গা ব্রিজ ২টি পুননির্মাণ করা হয়নি। এতে ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ ভোগান্তিতে ছিল। বিষয়টি স্থানীয় যুবদলের নেতাকর্মীদের নজরে আসলে নিজেদের উদ্যোগে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্রিজ ২টি পুননির্মাণের ব্যবস্থা করেন।

এ বিষয়ে যুবদল নেতা এ আর মামুন খান বলেন, সেতু ২টি ভাঙার কারণে এ অঞ্চলের হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে আমরা সেতু দুটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।

এএইচ