যশোরে দুই যুবকের অপমৃত্যু
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
যশোরের বেনাপোল ও ঝিকরগাছায় দুই পৃথক ঘটনায় ২ যুবকের অপমৃত্যু হয়েছে। গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু ও অপরটি আত্মহত্যার ঘটনা।
পুলিশ জানায়, যশোরের বেনাপোল এলাকায় গ্যাস ট্যাবলেট সেবন করে চিকিৎসাধীন অবস্থায় জিহাদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ী নারানপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে পরিবারের সদস্যরা তাকে মাদক সেবনে বাধা দিলে অভিমান করে নিজ শয়নকক্ষ থেকে গ্যাস ট্যাবলেট সেবন করেন তিনি। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
অপর ঘটনাটি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়ায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল্লাহ আল মামুন (২৬) নামে অপর যুবক। সোমবার বিকালে নিজ বসতঘরের শয়নকক্ষে বাঁশের আঁড়ার সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় পাঁচ মাস আগে আল মামুনের সঙ্গে তার স্ত্রী বৃষ্টি খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। গত ১০ জানুয়ারি তার সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হয়। ওই বিয়ের সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েন আল মামুন এবং বিভিন্ন সময় আত্মহত্যার কথা বলতেন।
ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
