পোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’: বিএনপির অভিযোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:৩২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটাই করেছে বলেও অভিযোগ করেন তিনি। কমিশনের প্রতি আহ্বান জানান, যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটেও একইভাবে প্রতীক ব্যবহার করা না হয়।
তিনি বলেন, কাগজ ভাঁজ করলে মাঝখানের প্রতীকে চোখ না-ও পড়তে পারে। এটা ঘটনাক্রম নয়, উদ্দেশ্যমূলক বলেই মনে হয়েছে। ইসি বলেছে, তারা বিষয়টি খেয়াল করেনি। কিন্তু যিনি ডিজাইন করেছেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছেন বলে মনে হয়।
তিনি আরও বলেন, বাহরাইনে একটি বিশেষ দল অনেকগুলো ব্যালট পেপারের বিষয়টি সামলাচ্ছে। ইসি বলেছে, ‘তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সাথে এ নিয়ে আলাপ করেছে’। এমনকি ভোটে কারচুপির চেষ্টা হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে বলা হয়েছিল। কিন্তু আমরা বলবো যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একটি বিশেষ দল ভুয়া ভোটার তৈরির চেষ্টায় আছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের জন্য ইসির অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। অথচ পরিষ্কার বলা হয়েছিল, এটি কোনো রাজনৈতিক সফর হবে না। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে চেষ্টা করেছে। কিছু রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ইসির ব্যবস্থা গ্রহণের কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়। অথচ ঢাকাসহ বেশকিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসি সেটা খেয়াল করছে না।
গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান
নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে, আমরা সবার আগে সংস্কার চেয়েছি।
বিএনপি ‘হ্যাঁ’ নাকি ‘না’–এর পক্ষে, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘সংস্কারের পক্ষে আমরা। কাজেই ভোটাভুটিতে আমরা “হ্যাঁ” দেব, এটাই সিদ্ধান্ত।’
এমআর//
