টঙ্গী কারখানায় কাজ করা অবস্থায় শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্রাভো অ্যাপারেল কারখানায় এই ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের দাবি, হঠাৎ করে একটা গ্যাসের গন্ধে তারা অসুস্থই পড়েন। তবে চিকিৎসক বলছে, শ্রমিকদের এটি গণমনস্তাত্ত্বিক রোগ।
জানা যায়, টঙ্গী ব্রাভো অ্যাপারেল কারখানায় সকালে কাজ করা অবস্থায় হঠাৎ করে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য শ্রমিকেরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ও টঙ্গী শহীদ আহসান মাস্টার হাসপাতালে ৪৫ জনকে নিয়ে যান।
অসুস্থ শ্রমিকরা বলছেন, তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়া অনেক শ্রমিকরা বলছে, কারখানার ভেতর থেকে একটি গ্যাসের গন্ধ ছিল।
চিকিৎসক বলছেন, এটা গণমনস্তাত্ত্বিক রোগ। যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে থেকে অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
এএইচ
