ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬,   মাঘ ১ ১৪৩২

স্থগিত ১১ দলীয় জোটের আসন সমঝোতার সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জনুয়ারি) বেলা সোয়া ২টার দিকে জামায়াতের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা হলে ১১ দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, তা বিশেষ কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি গণমাধ্যমকে জানান, কিছু অভ্যন্তরীণ প্রস্তুতি এখনো বাকি রয়েছে। মূলত এই কারণেই নির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে নতুন তারিখ ও সময় সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বলা হয়েছিল, ১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা ও নির্বাচনী রূপরেখা নিয়ে বিকেলে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে জোটের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল। 

তবে ঠিক কী কারণে বা কোন শরিকের সাথে আলোচনার অমীমাংসিত বিষয়ে এই স্থগিতাদেশ, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছিলেন, মঙ্গলবার বৈঠক হয়েছে। তারাও বসছে, আমরাও বসছি। মোটামুটি সব কিছু ইতিবাচক। আগামীকাল (বুধবার) আমরা সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়ে দেবো।

তিনি বলেন, যৌথ সংবাদ সম্মেলন হবে। তার আগে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন। এরপর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। আসন সমঝোতায় কোন দল কতো আসন পাচ্ছেন সে ব্যাপারে সংবাদ সম্মেলনেই খোলাসা করা হবে বলে জানান তিনি।

এএইচ