নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আসামি অপহরণের চেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে যৌতুক মামলার হাজিরা দিতে আসা এক আসামিকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীর আইনজীবী।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সমাজসেবা সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজিব মন্ডল জানান, বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তার মক্কেল মো. সজিবের বিরুদ্ধে দায়ের করা যৌতুক আইনের একটি মামলার হাজিরার তারিখ ছিল। হাজিরা দেওয়ার ঠিক আগমুহূর্তে একদল যুবক আদালত প্রাঙ্গণ থেকে সজিবকে অপহরণ করার চেষ্টা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ফারহান নামের এক ব্যক্তি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দেন বলে অভিযোগ করেন তিনি। অ্যাডভোকেট রাজিব মন্ডলের দাবি, সজিবকে ‘আওয়ামী লীগ নেতা’ ট্যাগ দিয়ে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা চালানো হয়। এতে তিনি বাধা দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন।
পরে ওই ছাত্রদল পরিচয়দানকারী যুবককে আইনজীবী সমিতির ভেতরে নিয়ে গেলে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে চলে যান বলে জানান অ্যাডভোকেট রাজিব মন্ডল।
তিনি আরও বলেন, তার মক্কেল সজিবের সঙ্গে স্ত্রী শানু আক্তার শান্তার পারিবারিক বিরোধ রয়েছে। সজিব তাকে আগেই তালাক দিয়েছেন দাবি করে তিনি বলেন, কাবিনের অর্থ আদায়ের চাপ সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক মামলা দায়ের ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক মামলা নয়; এটি একটি পারিবারিক বিরোধের মামলা। আদালত প্রাঙ্গণ থেকে কোনো বিচারপ্রার্থী বা আসামিকে তুলে নেওয়ার এখতিয়ার আইনশৃঙ্খলা বাহিনীরও নেই। এখানে যা ঘটেছে, তা সরাসরি ‘মব ভায়োলেন্স’।
ঘটনাটি ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার এবং বিচারপ্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আইনজীবীরা।
এমআর//
