ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তেহরানের পক্ষ থেকে তাকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচিও জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
কয়েক সপ্তাহ ধরে উত্তাল ইরান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকটে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে। তবে এই উত্তাল পরিস্থিতির মধ্যেই এলো সুর নরম হওয়ার আভাস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে—বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত বন্ধ রয়েছে। এর আগে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেন ট্রাম্প।
ট্রাম্পের এই মন্তব্যের সাথে মিল পাওয়া গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কথাতেও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের বর্তমানে কাউকে ফাঁসিতে ঝোলানোর কোনো পরিকল্পনা নেই। তার দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে।
ইরানে মূল্যস্ফীতির বিরুদ্ধে দুই সপ্তাহের বেশি সময় ধরা চলমান বিক্ষোভে এখন পর্যন্ত আড়াই হাজার এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এছাড়াও গেফতার করা হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে স্বাভাবিক হতে শুরু করেছে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা।
এর আগে বুধবার এরফান সুলতানি নামে এক ২৬ বছর বয়সী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে কৌশলগত অবস্থান নিয়েছে ইরান সরকার।
এএইচ
