পাংশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১১:১৩ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় সজীব ও মিরাজ নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়াপাড়া এলাকার সাইদুলের ছেলে সজীব এবং একই এলাকার ইব্রাহিমের ছেলে মিরাজ।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সজীব ও মিরাজ ব্যাডমিন্টন খেলা শেষে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রধান সড়কে উঠছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এএইচ
