আদালতের আদেশ বহাল: চাঁদপুর-২ আসনে তানভীর হুদার মনোনয়ন বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী তানভীর হুদার মনোনয়ন ব্যাংক ঋণ খেলাপি ও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের পর গত ৩ জানুয়ারি চাঁদপুরের জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং অফিসার হলফনামায় উল্লেখিত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই করেন। এ সময় যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে ৫ জনের স্বাক্ষর ও সত্যায়নে গড়মিল পাওয়া গেলে তার মনোনয়নপত্র নামঞ্জুর করা হয়।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে তানভীর হুদা বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল করেন। তবে প্রধান নির্বাচন কমিশনারসহ ছয়জন কমিশনারের সমন্বয়ে গঠিত আপিল অথরিটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির ৭ জানুয়ারির আদেশ অনুযায়ী তাকে ব্যাংক ঋণ খেলাপি হিসেবে গণ্য করে তার নির্বাচন আপিল নং-১৬৫/২০২৬ গত ১২ জানুয়ারি খারিজ ও নামঞ্জুর করে।
পরবর্তীতে গত ১৩ জানুয়ারি তানভীর হুদা পাওনাদার জনতা ব্যাংকে প্রায় ৭ কোটি টাকার বেশি ঋণের মধ্যে ৪০ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে পূর্বের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। তবে আদালত সর্বশেষ ১৪ জানুয়ারি ওই আবেদনও খারিজ করে দিয়ে পূর্বের আদেশ বহাল রাখেন।
ফলে সবশেষ আদালতের আদেশের মাধ্যমে তানভীর হুদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
এমআর//
