খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো নয় : রকিবুল ইসলাম
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে খালেদা জিয়া যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান এবং তার অভাবনীয় নেতৃত্বের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার দৌলতপুর মহিলা মুহসিন কলেজে খালিশপুর, দৌলতপুর এবং খানাজাহান আলী এলাকায় বসবাসরত নড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি বা রাজনৈতিক শূন্যতা দেশের জাতীয়তাবাদী শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জনমানুষের প্রতি তার যে ভালোবাসা ছিল, তা আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে। দল ও দেশের ক্রান্তিলগ্নে তার অভাব প্রতিটি পদক্ষেপে অনুভূত হচ্ছে বলেও তিনি স্মরণ করেন।
সমাজসেবক ও খুলনা চেম্বার অফ কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আবুল কালাম সামছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে নগরীর খালিশপুরস্থ ৯নং ওয়ার্ড কাজী পাড়ার সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত অপর এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেন রকিবুল ইসলাম বকুল।
সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী ফেরদৌস হোসেন, সরদার আজিজুর রহমান, কাজী আব্দুস সালাম, অধ্যাপক মিলন, অধ্যাপক ফজলে ইলাহী, শেখ শামীম, শেখ মুজিবুর রহমান ও ডা: আরিফ ইফতেখার।
উভয় দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।
এমআর//
