চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অত্যাধুনিক বিদেশি পিস্তল, সটগানসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, এমোনিশন ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী রুমি ও বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার গভীর রাতে এ অভিযান চালায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল প্রধানসহ একটি আভিযানিক দল।
অভিযানে পরিত্যক্ত বাড়ির সিলিংয়ে, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে ও নির্মাণাধীন বিল্ডিংয়ের বালির নিচসহ ৪টি ভিন্ন স্থান থেকে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
এ সময় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন জানান, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পুকুরে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অপরাধীরা। তবে সেনাসদস্যদের তৎপরতা ও চতুর্মুখী ঘেরাও এ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার আসামি ও উদ্ধার অস্ত্র, গোলাবারুদ বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এএইচ
