ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ৪ ১৪৩২

নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাম্প থেকে প্রাইভেটকারটিতে গ্যাস নেয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে এই ঘটনা ঘটে।

এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা মেট্রো- গ ১৩৪৯৯৯ নাম্বারের একটি প্রাইভেটকার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয় প্রাইভেটকারটি। 

পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়ায়। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধরণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। 

চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, জানান ওসি।

এএইচ