মালান-হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে ঢাকাকে হারিয়ে প্লে-অফে রংপুর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে চতুর্থ ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আজ লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর।
এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে রংপুর। এর আগে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স (৯ ম্যাচে ১৪), চট্টগ্রাম রয়্যালস (৮ ম্যাচে ১২) এবং সিলেট টাইটান্স (১০ ম্যাচে ১০)।
রংপুরের কাছে হেরে লিগ পর্ব থেকে বিপিএল শেষ করল ঢাকা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আগেভাগেই লিগ পর্ব থেকে বিপিএল শেষ করেছে নোয়াখালী এক্সপ্রেস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রংপুর। ৮৫ বল খেলে দলকে ১২৬ রানের সূচনা এনে দেন মালান ও হৃদয়। এবারের বিপিএলে উদ্বোধনী জুটিতে এটিই সর্বোচ্চ রান।
পাওয়ার প্লেতে ৫০ ও ১২তম ওভারে ১শ’ রান স্পর্শ করে মালান-হৃদয় জুটি। ১৫তম ওভারের প্রথম বলে ঢাকার পেসার তাসকিন আহমেদের বলে আউট হন মালান। টি-টোয়েন্টিতে ৭৫তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে ৭৮ রান করেন তিনি।
১৮তম ওভারের শুরুতে দলীয় ১৫৯ রানে আউট হন টি-টোয়েন্টিতে ২১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেওয়া হৃদয়। ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬২ রানের ইনিংস সাজান হৃদয়।
এরপর কাইল মায়ার্সের ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর।
মোহাম্মদ সাইফুদ্দিন ৩৩ রান ২ উইকেট এবং তাসকিন ও মারুফ মৃধা ১টি করে উইকেট নেন।
১৮২ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা। রংপুরের দুই পেসার ফাহিম আশরাফ ও নাহিদ রানার বোলিং তোপে ৭৪ রানে ৫ উইকেট হারায় তারা।
এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সাথে ২৫ এবং ইমাদ ওয়াসিমকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন সাত নম্বরে নামা সাইফুদ্দিন। এতে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় ঢাকা।
মিঠুন ২৫ ও ওয়াসিম ২০ রানে থামলেও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন সাইফুদ্দিন। শেষ ওভারে জয়ের জন্য ৩১ রানের প্রয়োজনে ৩টি ছক্কায় ১৯ রানের বেশি তুলতে পারেননি সাইফুদ্দিন। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান করে ম্যাচ হারে ঢাকা।
৩টি চার ও ৫টি ছক্কায় ৩০ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার উসমান খান।
রানা ১১ রানে ৩ এবং আশরাফ ৪২ রানে ২ উইকেট নিয়ে রংপুরের গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা রাখেন। ম্যাচ সেরা হন মালান।
এএইচ
