ঢাকা, রবিবার   ১৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ৪ ১৪৩২

শীত নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ১০:০৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার

মাঘের শুরুতে সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী ৫ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে এরপর থেকে তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন কোনো শৈত্যপ্রবাহ আসার তেমন কোনো লক্ষণ নেই।

চলতি মাসের শেষ দিকে নতুন করে শীতের তীব্রতা বাড়বে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছে না আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে এ মাসে নতুন করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে কেবল একটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে আবহাওয়া অফিস তাকে আনুষ্ঠানিকভাবে ‘শৈত্যপ্রবাহ’ ঘোষণা করে না। 

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এএইচ