ঢাকা, রবিবার   ১৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ৫ ১৪৩২

ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার

জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যাংকার দায়িত্ব পালন করবেন, তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে এ নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। 

সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে 'পোস্টাল ব্যালট বিডি' অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হলো। 

ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলেও পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। 

পোস্টাল ব্যালটে নিবন্ধিতদের ঠিকানায় আগাম ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। দেশের ভোটারদের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত পাঠাতে হবে। তা না করলে সেই ভোট বাতিল হবে। 

সব পোস্টাল ব্যালটে আলাদা কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত থাকবে।

এএইচ