ঢাকা, রবিবার   ১৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ৫ ১৪৩২

পানিতে ভাসছিল ড্রাম, উঠিয়ে দেখা গেলো ভেতরে মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেলপাড় থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়রা রাস্তার পাশের ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটিতে পচন ধরতে শুরু করেছিল।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলের পানিতে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এএইচ