ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার | আপডেট: ০৯:২৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাদের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এসময় তারা কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন।
দুই রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
এমআর//
