ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬,   মাঘ ৭ ১৪৩২

এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল এবং এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

কেক কাটার আগে বক্তব্যে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, আবাসন ব্যবসায়ের পাশাপাশি রূপায়ণ গ্রুপ তথ্যপ্রযুক্তি খাতেও গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বাধীন তথ্যপ্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে গণমাধ্যম পরিচালনা করা হচ্ছে। এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তর এর বাস্তব উদাহরণ। তিনি এশিয়ান টিভির সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে ২০২৬ সালে এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান।

এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ বলেন, আগামী দিনে দর্শকপ্রিয় নানা অনুষ্ঠানমালা এশিয়ান টেলিভিশনের পর্দায় উপহার দেওয়া হবে।

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, গণমাধ্যম স্বাধীন থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকে, আর গণতন্ত্র সব সরকারের জন্যই কল্যাণকর। তিনি আশা প্রকাশ করেন, এশিয়ান টেলিভিশন অতীতের মতো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টেলিভিশনের পর্দা।

 

এমবি//