ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬,   মাঘ ৭ ১৪৩২

সিসিটিভি ফুটেজে গ্রেপ্তার সম্রাট, ৬ হত্যার দায় স্বীকার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

সাভারে পরিত্যাক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভবন থেকে আগুনে পোড়া জোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাট নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে সন্দেহভাজন হিসাবে তাকে আটক করে পুলিশ। 

পরে জিজ্ঞাসাবাদে মোট ৬টি হত্যার দায় স্বীকার করে সে। হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সস্রাটকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার সাভার থানায় গনমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

গ্রেফতার সম্রাট প্রায়ই ভবঘুরে অবস্থায় ঘটনাস্থলের আশেপাশে ঘোরাফেরা করতো। সে সাভারের ব্যাংক কলোনী এলাকার মৃত সালামের ছেলে বলে জানালেও তা এখন ও চূড়ান্তভাবে সনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, রোববার দুটি মরদেহ উদ্ধারের পর তদন্ত চলাকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধরা পরে হত্যাকারীর গতিবিধি। ঘটনার আগের রাতের ওই ফুটেজে দেখা যায়, ১৮ জানুয়ারি ভোর ৩টার দিকে একটি মরদেহ সদৃস্য বস্তু পিঠে তুলে ভবনটিতে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকারি হিসাবে সম্রাটকে আটক করা হয়। 

পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সম্রাট। 

পুলিশ আরও জানায়, গেল ৬ মাসে মোট ৬টি মরদেহ পাওয়া যায়। যার মধ্যে সবার পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। এছাড়া কি কারণে এই হত্যাকাণ্ড এবং আরও কেউ জড়িত কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। পরবর্তীতে তদন্তে এসব তথ্য জানা যাবে বলে জানায় পুলিশ। 

এএইচ