ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬,   মাঘ ৭ ১৪৩২

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিচালিত অলাভজনক মানবসেবামূলক প্ল্যাটফর্ম রক্তস্পন্দন-এ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রক্তস্পন্দনের ওয়েব অ্যাপে এই সেবার উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. এ এন এম মনোয়ারুল কাদির বিটু। তিনি বলেন, “রক্তস্পন্দন একটি সম্পূর্ণ অলাভজনক প্ল্যাটফর্ম। আমরা সরাসরি রক্ত সংগ্রহ বা সরবরাহ করি না; বরং দাতা ও গ্রহীতার মধ্যে একটি নির্ভরযোগ্য সংযোগ তৈরি করি। অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় বড় ধরনের সহায়তা পাওয়া যাবে।”

অনুষ্ঠানটির সূচনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহদপ্তর সম্পাদক এবং  রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. এম এ তাইফুল হক। তিনি বলেন, "জরুরি অবস্থায় যেন মানুষ খুব সহজে এম্বুল্যান্স পরিসেবা পেতে পারে তাই এই উদ্যোগ। এখন ৫টা বিভাগীয় শহর ও একটি জেলা শহর এই সেবার অন্তর্ভুক্ত। আগামীতে এই পরিসেবা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। "

এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াজ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং মোঃ মওদুদ হোসেন মঈন, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, Appupnext এর ফাউন্ডার আব্দুর রহমান ইশা, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডা ফাহাদ মোল্লা, রক্তস্পন্দনের অন্যতম সদস্য  ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, ডা. তাজকির হোসাইন আশ্রাফ, ডাঃ সালাউদ্দীন শাহিন বাঁধন, ডাঃ আবদুল্লাহ আল হাসানাতসহ বিভিন্ন চিকিৎসক ও সংগঠক। 

গত বছরের ২ অক্টোবর যাত্রা শুরু করা রক্তস্পন্দন অল্প সময়ের মধ্যেই সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবী রক্তদাতা নিবন্ধিত রয়েছেন এবং ৫০টিরও বেশি নামকরা ব্লাড ব্যাংক ও ভলান্টারি ব্লাড ডোনেশন ক্লাব এর সঙ্গে যুক্ত আছে। 

রক্তস্পন্দনের মাধ্যমে ইতোমধ্যে ৬ হাজারের বেশি মানুষ জরুরি রক্ত সংগ্রহে উপকৃত হয়েছেন।

roktospondon.com ওয়েবসাইটে প্রবেশ করে এখন যে কেউ সহজেই রক্তদাতা খোঁজার পাশাপাশি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স সেবার তথ্য পেতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ মানবিক স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

এএইচ