হাদির পরিবার পাচ্ছে আরও এক কোটি টাকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নিহত শরিফ ওসমান বিন হাদির পরিবারকে জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার দফতর থেকে এই অর্থ দেওয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ঢাকায় ফ্ল্যাট কিনতে পরিবারটিকে এক কোটি টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছিল অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
জানা গেছে, এই ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ অনুমোদন করেছে সরকার। ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এএইচ
