বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছেনা বাংলাদেশ দল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩০ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা আবারো পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি।
আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারত সরকারও নিরাপত্তা নিয়ে কিছু বলেনি কিংবা নিশ্চয়তার কথা বলেনি। কোনও রকম যোগাযোগের চেষ্টা করে নাই তারা। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কোনও সুযোগ নাই।
আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেছেন, তারা সুবিচার করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ এখনো আশা ছাড়েনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিরাপত্তা ইস্যুটি সুবিবেচনায় নিয়ে বাংলাদেশকে শ্রীলংকায় বিশ্বকাপ খেলার সুযোগ করে দিবে।
সেই আশাবাদ নিয়ে বাংলাদেশ অপেক্ষা করছে বলেও উপদেষ্টা জানিয়েছেন।
খেলোয়াড়দের সাথে আলাপ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ছিল কেন বাংলাদেশ সরকার ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের বুঝিয়ে বলা। আমার কাছে মনে হয়েছে তারা সেটা বুঝতে পেরেছে।
তিনি বলেন, আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেললে বাংলাদেশের কী ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনায় নেওয়া উচিত। মাথা নত করে, নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনীতির পরিস্থিতি বিবেচনা না করে জেনুইন রিস্কের মধ্যে নিজের খেলোয়াড়, দর্শক সাংবাদিকদের ঠেলে দিলে কী হতে পারে সেটাও আপনাদের বিবেচনায় নেওয়া উচিত।’
এর আগে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত থেকে শ্রীলঙ্কা ভেন্যু সিরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে।
তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
তবে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ।
এএইচ
