মৌলভীবাজারে তারেক রহমান
তাদের প্রটোকল তিন গুণ করে দিন, তবু দেশ যেন অস্থিতিশীল না হয়
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২২ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
সরকারপ্রধানের অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেছেন, ‘তাদের তিনগুণ বেশি প্রোটোকল দেওয়া হোক, তবু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা যেন না করা হয়।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারসংলগ্ন আইনপুর খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলছে—তাদের ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশত ও দোজখ দেওয়ার মালিক আল্লাহ। এ ধরনের কথা বলে শিরক করছে তারা।’
তিনি বলেন, ‘ওই দলটি বলছে তাদের হাতে নাকি ব্যালট পেপার চলে গেছে। এসব বক্তব্যের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বয়কট করতে হবে।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এই যে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কী পরিস্থিতিতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন, আপনারা জানেন গত ১৫-১৬ বছর তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। নিশিরাতে নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরির নির্বাচন হয়েছে। কিন্তু জনগণকে ভোট দিতে দেয় নাই। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে গুম হয়ে যেতো, না হলে গায়েবি মামলা দিতো, না হয় মিথ্যা মামলার বন্দি করতো, তা না হলে ধরে নিয়ে গিয়ে হত্যা করতো। মানুষের অর্থ সম্পদ সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে তারা।’
তারেক রহমান বলেন, ‘এই এলাকায় না কোনও উন্নয়ন হয়েছে, না কোনও রাস্তাঘাট হয়েছে, না কোনও হাসপাতাল হয়েছে, না কোনও মেডিক্যাল কলেজ হয়েছে। কোনও উন্নয়নকাজ হয়নি। দেশনেত্রী খালেদা জিয়ার সময় ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাইফুর রহমান সাহেব অনেকগুলো উন্নয়নকাজ করেছিলেন। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে এই স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় এলো তখন সব বন্ধ হয়ে গেলো।’
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। যৌথ সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমান।
এ ছাড়া বক্তব্য দেন জেলার অপর তিন আসনের ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আহমদ মিঠু, শওকতুল ইসলাম শকু। এ ছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু প্রমুখ।
বক্তব্যের শেষপর্যায়ে তারেক রহমান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনও দেশ, সবার আগে বাংলাদেশ।’
বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে বক্তব্য শেষ করে তিনি সড়কপথে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।
এএইচ
